ইউটিউব টিভির ব্যবহারকারীদের জন্য গত বছর মাল্টিভিউ ফিচার চালু হয়। এবার ফিচারটি উপভোগ করতে পারবে আইফোন ও আইপ্যাডের ব্যবহারকারীরাও।
কারণ এরই মধ্যে আইওএস ডিভাইসে চালু হয়েছে ফিচারটি। একসঙ্গে একাধিক ভিডিও চালানো যাবে নতুন ফিচারের মাধ্যমে এবং ভিডিওগুলো একইসঙ্গে সিনক্রোনাইজ করা যাবে।
মাল্টিভিউ ফিচারটি খেলাপ্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ। অনেক সময় পাশাপাশি দুটো খেলা দেখার সুযোগ মেলে না। কিন্তু এই ফিচারের মাধ্যমে তা সহজেই করা যাবে।
একসঙ্গে চারটি খেলা কিংবা শো দেখা যাবে। নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওকে টেক্কা দিতে স্ট্রিমিং পরিষেবায় ইউটিউব মাল্টিভিউ ফিচারে গুরুত্ব দিচ্ছে।
এখনও অ্যান্ড্রয়েডে ব্যবহারকারীরা এই ফিচারটি পাবেন না। তবে আগামী কয়েক মাসের মধ্যে সেটাও আসতে বলে বলে শোনা যাচ্ছে।








০ টি মন্তব্য