https://powerinai.com/

মৌখিক বাংলাকে ডকুমেন্ট করবে কথা

মৌখিক বাংলাকে ডকুমেন্ট করবে কথা মৌখিক বাংলাকে ডকুমেন্ট করবে কথা
 

অটোমেটিক স্পিচ রিকগনিশন বা ‘এসিআর সিস্টেম’, যা ‘স্পিচ-টু-টেক্সট’ অথবা ‘এসটিটি’ নামেও পরিচিত ‘কথা’ সেবাটি। বিশেষভাবে সেটি ডিজাইন করা হয়েছে কথ্য বাংলা ভাষাকে টেক্সট ফরম্যাটে রপান্তর করার জন্য।

বাংলা ভাষার কথাকে সহজেই যাতে টেক্সটে রূপান্তর করা যায়, সে জন্য একটি কার্যকরী বাংলা এসটিটি ইঞ্জিন ডিজাইন করা ছিল বড়সড় চ্যালেঞ্জ। 

এসটিটি ইঞ্জিনটি আদর্শ বাংলার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উচ্চারণকেও ভবিষ্যতে সমর্থন করার জন্য ডিজাইন করা হচ্ছে। বিভিন্ন ধরনের বাক্য, যেমন ঘোষণামূলক, প্রশ্নবোধক বা বিস্ময়সূচক বাক্যের মধ্যকার তফাত বুঝে সে অনুযায়ী যতিচিহ্ন বসাতে পারবে।

বাক্যের জটিলতাও চিনতে সেটি সক্ষম। ইঞ্জিনটিকে ডিজাইন করা হচ্ছে, যাতে কথার গতির তারতম্যও নিজ থেকেই বুঝে নিতে পারে।

এতে করে স্বাভাবিক কথার প্রবাহ এবং বিরতিচিহ্নের তফাত সেটি ধরতে পারবে। ভয়েস রিকগনিশনে ত্রুটির ক্ষেত্রে, সফটওয়্যারটি মাউস, কি-বোর্ড বা নতুন করে কণ্ঠস্বর ইনপুট দিয়ে করে প্রুফ রিডিং এবং সংশোধনের সুযোগ দেবে। 

অন্যান্য অ্যাপ্লিকেশনের সঙ্গে একীকরণের সুবিধার্থে একটি অ্যাপ্লিকেশন প্রগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভবিষ্যতে উন্মুক্ত করা হবে।

বিভিন্ন প্ল্যাটফরমের সঙ্গে সামঞ্জস্যের জন্য এসটিটি ইঞ্জিনের আলাদা সংস্করণ থাকবে, যেমন—একটি লাইটওয়েট মোবাইল সংস্করণ এবং শক্তিশালী সার্ভার সংস্করণ।

অনেক ধরনের কাজে ব্যবহার করা যাবে কথাতে ব্যবহৃত এসটিটি ইঞ্জিনটি। যার মধ্যে রয়েছে কি-বোর্ডের বিকল্প হিসেবে টেক্সট ইনপুট ডিভাইস হিসেবে কাজ করা, যাতে প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজেই বাংলা টেক্সট ইনপুট করতে পারে।

এটি বাংলা ভাষার ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন তৈরিও করতে পারবে। এটি কাজে আসবে অফিশিয়াল মিটিং, ডাক্তার-রোগীর বা কল সেন্টারের কথোপকথনের লিখিত ডকুমেন্ট তৈরিতেও।

আইওটিতে ব্যবহৃত যন্ত্র নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাতেই স্মার্টহোম ডিভাইস নিয়ন্ত্রণ করাও যাবে কথা ব্যবহার করে। বর্তমানে সেবাটি https://voice.bangla.gov.bd/ ওয়েবসাইটে যেয়ে সরাসরি কথা বলে বা কথার রেকর্ড আপলোড করার মাধ্যমে টেক্সট ফাইলে রূপান্তর করা যাবে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।