বিএমডব্লিউ নতুন একটি ধারণাগত গাড়ি (কনসেপ্ট কার) প্রদর্শন করেছে। ভিশন ন্যুয়ে ক্লাসে এক্স নামের গাড়িটির নকশা আর প্রযুক্তি অনুসরণ করেই বিএমডব্লিউ তাদের ভবিষ্যতের বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে আনবে।
এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) ধাঁচের এই কনসেপ্ট কারের সামনের অংশে রয়েছে বিএমডব্লিউর চিরায়ত ‘কিডনি গ্রিল’ নকশা। গাড়িটিতে আরও অভিনব ও অত্যাধুনিক প্রযুক্তির ফিচার পাওয়া যাবে।
বিএমডব্লিউ কয়েক বছর ধরেই বিদ্যুৎ চালিত গাড়ির নকশা ও ফিচার পরিবর্তন আনার জন্য কাজ করছে। ভিশন ন্যুয়ে ক্লাসে-এক্স গাড়িটি এই পরিকল্পনারই অংশ।
আগামী বছর থেকে বাজারে পাওয়া যেতে পারে এ ধরনের গাড়ি। বিএমডব্লিউ এর আগে ফোর, ফাইভ, সেভেন সিরিজ ও আইএক্স নামের বিদ্যুৎ চালিত এসইউভি গাড়ি এনেছিল।
ভিশন ন্যুয়ে ক্লাসে এক্স গাড়িকে বলা হচ্ছে এসএভি গাড়ি। এটি হবে স্পোর্টস অ্যাক্টিভিটি ভেহিকেল। বিএমডব্লিউর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অলিভার জিপসি বলেন, ‘নুয়ে ক্লাসে শুধু একটি গাড়ি বা ধারণার চেয়ে বেশি কিছু।
এর মাধ্যমে বিএমডব্লিউ ব্র্যান্ডকে নতুন করে হাজির করা হবে। আবার বিএমডব্লিউকে যেভাবে আমরা জানি, তার ছাপও থাকবে।’
সাধারণত গ্যাসচালিত গাড়ির মতো ইঞ্জিন শীতল রাখতে বিদুৎ চালিত গাড়িতে গ্রিলের প্রয়োজন হয় না। তবে নকশায় অভিনবত্বের জন্য ন্যুয়ে ক্লাসেতে বিএমডব্লিউর কিডনি গ্রিল নকশা রাখা হয়েছে।
তবে তা ত্রিমাত্রিক গ্রিল নকশা। এ গাড়ির ব্যাটারির আকারেও পরিবর্তন আনা হয়েছে। গোলাকৃতির ব্যাটারি এতে ব্যবহার করা হচ্ছে।
আকারের কারণে ২০ শতাংশ বেশি চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে এই ব্যাটারি থেকে। এমনকি গাড়িটির ব্যাটারি অন্য গাড়ির ব্যাটারির তুলনায় ৩০ শতাংশ দ্রুতগতিতে চার্জ হবে।
১০ মিনিট চার্জ করে গাড়িটি ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল পর্যন্ত চালানো যাবে। ভবিষ্যৎ প্রজন্মের গাড়ির জন্য শক্তিশালী কমপিউটার প্রয়োজন।
এ জন্য বিএমডব্লিউর কনসেপ্ট কার ভিশন ন্যুয়ে ক্লাসের জন্য চারটি কমপিউটার তৈরি করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে সুপার ব্রেনস। এসব কমপিউটারের সহায়তায় গাড়ি চালানোর উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে।








০ টি মন্তব্য