https://powerinai.com/

একাধিক নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে ফায়ারফক্স ব্রাউজারে

একাধিক নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে ফায়ারফক্স ব্রাউজারে একাধিক নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে ফায়ারফক্স ব্রাউজারে
 
ম্যনফ্রেড পল নামের এক হ্যাকার কানাডার ভ্যাঙ্কুভার শহরে অনুষ্ঠিত ‘পন২ওন ভ্যাঙ্কুভার ২০২৪’ হ্যাকার সম্মেলনে ফায়ারফক্স ব্রাউজারে থাকা দুটি জিরো ডে ত্রুটি শনাক্ত করে ১ লাখ ডলার বা ১ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১০ টাকা ধরে) পুরস্কার পেয়েছেন।

মজিলা ত্রুটিগুলো শনাক্ত হওয়ার পরপরই ব্যবহারকারীদের নিরাপদ রাখতে তড়িঘড়ি করে ফায়ারফক্স ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করেছে।


গত বুধবার ‘পন২ওন ভ্যাঙ্কুভার ২০২৪’ হ্যাকিং সম্মেলন শুরু হয়। ম্যনফ্রেড পল তিন দিনব্যাপী চলা হ্যাকিং সম্মেলনের দ্বিতীয় দিনে ফায়ারফক্স ব্রাউজারে থাকা জিরো ডে ত্রুটিগুলো শনাক্ত করেন।

দূর থেকে ব্রাউজারে কোড যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য চুরি করা যাবে ‘সিভিই-২০২৪-২৯৯৪৩’ ও ‘সিভিই-২০২৪-২৯৯৪৪’ নামের ত্রুটিগুলো কাজে লাগিয়ে।

মজিলা ত্রুটিগুলো শনাক্তের পরপরই ফায়ারফক্স ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করেছে। 
মজিলা জানিয়েছে, ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ফায়ারফক্স ব্রাউজারের নিরাপত্তা দ্রুত হালনাগাদ করা হয়েছে।

এর ফলে ‘ফায়ারফক্স ১২৪.০.১’ এবং ‘ফায়ারফক্স ইএসআর ১১৫.৯.১’ সংস্করণে থাকা জিরো ডে নিরাপত্তা ত্রুটিগুলোরও সমাধান হয়েছে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।