https://powerinai.com/

নোটপ্যাডে স্পেলচেক ও অটো-কারেক্ট ফিচার যুক্ত করছে মাইক্রোসফট

নোটপ্যাডে স্পেলচেক ও অটো-কারেক্ট ফিচার যুক্ত করছে মাইক্রোসফট নোটপ্যাডে স্পেলচেক ও অটো-কারেক্ট ফিচার যুক্ত করছে মাইক্রোসফট
 

মাইক্রোসফট তাদের নোটপ্যাডে স্পেলচেক ও অটো-কারেক্ট ফিচার যুক্ত করছে। নতুন এই ফিচার পাওয়া যাবে উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেল দিয়ে আসা আপডেটে।  

কোনো ভুল শব্দ লিখলেই তার নিচে লাল দাগ দেখা যাবে। সঠিক শব্দ জানার জন্য শুধু ওই শব্দের ওপর ট্যাপ করলেই হবে। স্পেল সাজেশন দেওয়া হবে। 

ব্যবহারকারীরা অবশ্য ঐ সঠিক সাজেশন এড়াতেও পারবেন। শুধু ডিকশনারি আপডেট করে দিলেই হবে। এই ফিচারটি কিছু ফাইলের ক্ষেত্রে চালু করা হয়েছে। তবে কোডিং এর সঙ্গে সম্পৃক্ত ফাইলের ক্ষেত্রে তা ডিফল্ট আকারে অফ করা আছে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।