হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য যোগাযোগকে আরও সহজ করতে নতুন ফিচার নিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ তিনটি মেসেজ পিন করে রাখতে পারবে ফিচারটির মাধ্যমে।
এর আগে একটি মেসেজ পিন করে রাখার ফিচার ছিলো। তবে মেটা ও হোয়াটসঅ্যাপ নতুন আপডেটে একটি মেসেজ নয়, বরং ৩টি গুরুত্বপূর্ণ মেসেজকে পিন করে রাখার ফিচার চালু করার ঘোষণা দিয়েছে।
গত ২১ মার্চ মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ও হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই ৩টি মেসেজ পিন করতে পারার নতুন ফিচার সম্পর্কে ঘোষণা দেন। প্রয়োজনে এগুলো আনপিন করে, আবার নতুন কোনো মেসেজকে পিন করা যাবে।
তিনটি মেসেজ পিন করে রাখার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
তিনটি মেসেজ পিন করে রাখার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য