বাইটড্যান্স এর মালিকানাধীন সোল্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটক কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় কিশোরদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ‘ইয়ুথ কাউন্সিল’ বা যুব পরিষদ গঠন করলো।
এ কাউন্সিল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও মরক্কোর ১৫ জন টিনএজার নিয়ে গঠিত হয়েছে।
টিকটক সিইও শউ চিউ ফেব্রুয়ারিতে এই পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকও করেছেন। ওই বৈঠকে অ্যাপটিতে কীভাবে কনটেন্ট রিপোর্টিং ও ব্লকিং কাজ করে সে বিষয়ে আরও তথ্য জানতে চেয়েছিল যুব পরিষদ।
তবে খবরটি প্রকাশ হলো যখন টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে কঠোর এক বিলের মুখোমুখি হয়েছে, যেখানে মালিক কোম্পানি বাইটড্যান্সকে টিকটক বিক্রি করতে হবে নয়তো দেশটিতে নিষিদ্ধ হবে অ্যাপ।
কাউন্সিলররা এরই মধ্যে অ্যাপটির “ইয়ুথ পোর্টাল” ফিচার নিয়েও কাজ করছে, যা ইন-অ্যাপ প্রাইভেসি ও নিরাপত্তা সংস্থান করবে।
টিকটকের মতে, এ পরিষদের উদ্দেশ্য নিরাপত্তা নীতি ও সমস্যাগুলোর বিষয়ে পরামর্শ দেওয়া যা প্রায়ই টিনএজারদের প্রভাবিত করে। এ ছাড়া, দলটি যুক্তরাজ্যভিত্তিক অনলাইন নিরাপত্তা বিষয়ক কোম্পানি প্রেসিডিও সেইফগার্ডিংয়ের সঙ্গেও কাজ করছেন তারা।








০ টি মন্তব্য