চীন সরকারি কমপিউটার ও সার্ভারে এএমডি ও ইন্টেলের মতো মার্কিন চিপ কোম্পানির প্রসেসর ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে।
বেইজিংয়ের জারি করা ওই নির্দেশিকায় মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও বিদেশে তৈরি ডেটাবেস সফটওয়্যারের পরিবর্তে স্থানীয় পণ্য ব্যবহারের নির্দেশনাও রয়েছে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে চীনের বিভিন্ন সরকারি সংস্থাকে অবশ্যই এএমডি ও ইন্টেলের চিপের বদলে ব্যবহার করতে হবে নিরাপদ ও নির্ভরযোগ্য স্থানীয় পণ্য।
নির্দেশিকায় কোন কোন চিপ ব্যবহার করা যাবে তার একটি তালিকাও দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ১৮টি প্রসেসর। এর মধ্যে রয়েছে হুয়াওয়ে ও চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ফিটিয়ামের বানানো চিপ।
এই নির্দেশিকাটি গত বছরের ২৬ ডিসেম্বর পাঠানো হয়। সম্প্রতি সেটি কার্যকর হয়েছে। গত ডিসেম্বরে জারি করা চীনের শিল্প মন্ত্রণায়র বিবৃতিতে তিনটি আলাদা আলাদা সিপিইউ, অপারেটিং সিস্টেমস এবং কেন্দ্রীভূত ডেটাবেসের লিস্ট দিয়েছিল।
পাবলিকেশন ডেটের তিন বছর পর্যন্ত এগুলো নিরাপদ ও নির্ভরযোগ্য বলে বলা হয়েছিল। এগুলো সবই চীনে তৈরি। মার্কিন পণ্যের পরিবর্তে এগুলো ব্যবহার করার নির্দেশিকা জারি করা হয়।
এবার চীনের নিষেধাজ্ঞায় কমপিউটারে এএমডি-ইন্টেলের চিপ ব্যবহারে
এবার চীনের নিষেধাজ্ঞায় কমপিউটারে এএমডি-ইন্টেলের চিপ ব্যবহারে
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য