ভারতে নতুন এয়ারডোপস সুপ্রিম ইয়ারবাড চালু করেছে বোট। এতে কোম্পানিটি ব্যবহার করেছে এইচডব্লিউএ প্রযুক্তি। গান এবং কলের জন্য উচ্চমানের সাউন্ড কোয়ালিটি পাবে।
ইয়ারবাডটি এক চার্জে ৫০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। নতুন এয়ারডোপস সুপ্রিতে রয়েছে ২৪-বিট অডিও প্রসেসিং প্রযুক্তি।
ব্যবহার করা হয়েছে এআই ইএনএক্স প্রযুক্তিসহ কোয়াড স্পিকার। এই কারণে, ইয়ারবাডটিতে ৪০ শতাংশ পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন পাওয়া যাবে।
ডিভাইসটিতে একটি ফাস্ট চার্জিং ইউএসবি সি টাইপ পোর্ট রয়েছে। পানি ও ঘাম থেকে রক্ষার জন্য রয়েছে আইপিএক্স৪ রেটিং।
নতুন এয়ারডোপস সুপ্রিম ইয়ারবাড চালু করছে বোট
নতুন এয়ারডোপস সুপ্রিম ইয়ারবাড চালু করছে বোট
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য