ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম নতুন ব্রেন চিপ তৈরি শুরু করেছে।
তারহীন ব্রেন চিপটি দৃষ্টিহীনদের মস্তিষ্কে যুক্ত করা হবে। বিশেষ প্রযুক্তির চিপটি ডিজিটাল ক্যামেরায় ধারণ করা দৃশ্য সংকেত আকারে মস্তিষ্কের পেছনের দিকে থাকা ভিজ্যুয়াল কর্টেক্সে পৌঁছে দেবে।
এর ফলে দৃষ্টিহীনদের পাশাপাশি অন্ধ ব্যক্তিরাও আশপাশের বিভিন্ন দৃশ্য দেখতে পারবে। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, ব্লাইন্ডসাইট ইমপ্ল্যান্ট ইতিমধ্যে বানরদের মধ্যে কাজ করছে।
চিপটির মাধ্যমে প্রাথমিকভাবে ঝাপসা দেখা যাবে, অনেকটা আশির দশকের ভিডিও গেমস নিনটেনডোর গ্রাফিকসের মতো। তবে পরে স্বাভাবিকভাবে দেখা যাবে।
নিউরালিংক দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ স্থাপনের জন্য ব্রেন কমপিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির চিপ তৈরির জন্য কাজ করছে।
নিউরালিংককে মানুষের মস্তিষ্কে চিপ যুক্ত করে পরীক্ষা চালানোর অনুমতিও দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। নিউরালিংক গত জানুয়ারি মাসে প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে তারহীন চিপ যুক্ত করে।
সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, বিশেষ প্রযুক্তির চিপটি তৈরি করা হয়েছে মানুষের মস্তিষ্ককে কমপিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করতেই।
নতুন ব্রেন চিপ তৈরি শুরু করেছে নিউরালিংক
নতুন ব্রেন চিপ তৈরি শুরু করেছে নিউরালিংক
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য