আদালতের একটি নথি এসেছে মার্কিন সাময়িকী ফোবর্স-এর হাতে। আদালতের সেই নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ গুগলের কাছে একটি ইউটিউব ভিডিওর দর্শক তালিকা চেয়েছে।
ফেডারেল কর্তৃপক্ষ নির্দিষ্ট সেই ইউটিউব ভিডিওটি যাঁরা দেখেছেন, তাঁদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, ইউটিউব অ্যাকাউন্টের কার্যক্রম, আইপি ঠিকানা ইত্যাদির তথ্য চেয়েছে।
তদন্তকারীরা একটি বড় অপরাধের তদন্তের অংশ হিসেবে গুগলের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করছে।তদন্তকারীদের ‘ইলনমাস্কডব্লিউএইচএম’ নামের বেনামি এক অনলাইন অ্যাকাউন্টকে শনাক্ত করতে সেই ইউটিউব ভিডিওটির দর্শক তালিকা প্রয়োজন।
এই অ্যাকাউন্টের মালিক অভিযুক্ত ব্যক্তি বিটকয়েন বিক্রি ও মানি লন্ডারিং আইন লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত। এমনকি তিনি অননুমোদিত অর্থ লেনদেনের ব্যবসার সঙ্গেও জড়িত।
এই তদন্তের জন্য বিটকয়েন ব্যবসায় জড়িত ব্যক্তিদের সঙ্গে ছদ্মবেশে আলাপ চালায় পুলিশ। এরপর তাঁদের একটি পাবলিক ইউটিউব ভিডিওর লিংক পাঠানো হয়।
লিংক পাঠানো ভিডিওটিতে ড্রোন ও অগমেন্টেড রিয়েলিটি (এআর) ব্যবহার করে অনলাইন ম্যাপ তৈরির তথ্য রয়েছে। ভিডিওটি ৩০ হাজার বার দেখা হয়েছে।
ফেডারেল কর্তৃপক্ষ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত যাঁরা ভিডিওটি দেখেছেন, তাঁদের তথ্য চেয়েছে।নিরাপত্তা বিশেষজ্ঞরা ইউটিউবের কাছে ফেডারেল কর্তৃপক্ষের এমন তথ্য চাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অবশ্য ফেডারেল কর্তৃপক্ষের দাবি, এই ভিডিওর দর্শকের সঙ্গে চলমান অপরাধ তদন্তের সংশ্লিষ্টতা রয়েছে। ফোর্বসের তথ্য অনুসারে, আদালত গুগলের কাছে এ তথ্য চাওয়ার অনুমতি দিলেও তা গোপন রাখতে নির্দেশ দিয়েছেন। অবশ্য গুগল ফেডারেল কর্তৃপক্ষের কাছে এ ধরনের তথ্য হস্তান্তর করেছে কি না, সেটি এখনো স্পষ্ট নয়।
গুগলের কাছে ইউটিউব ভিডিওর দর্শক তালিকা চেয়েছে মার্কিন সংস্থা
গুগলের কাছে ইউটিউব ভিডিওর দর্শক তালিকা চেয়েছে মার্কিন সংস্থা
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য