কানাডার বেসরকারি কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ‘ইউনিফোর’ গত বুধবার (২০ মার্চ) এক ভার্চুয়াল বৈঠকে শত শত কর্মীকে বরখাস্ত করা হয়।
মাত্র ১০ মিনিটের একটি ভিডিও কলে ৪০০ কর্মীকে ছাঁটাই করা হয়। প্রতিষ্ঠানটির সিইও মিরকো বিবিক পরিবর্তনের নামে এতজন কর্মী ছাঁটাই করেছেন।
ইউনিফোর এই ঘটনাটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছে। এই ১০ মিনিটের ভিডিও কল চলাকালে কর্মী এবং ইউনিয়নকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি।
বরখাস্ত করা শ্রমিকদের অনেকেই অনেক বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। মাত্র ১০ মিনিটের একটি কলে তাদের জানানো হয় যে তাদের ছাঁটাই করা হচ্ছে।
এই বিষয়ে বেলের কমিউনিকেশন ডিরেক্টর এলেন মারফি বলেন, কর্মীদের ওপর এর প্রভাব নিয়ে আমরা ইউনিফোর এবং অন্যান্য ইউনিয়নের সঙ্গে কাজ করছি। আমরা পাঁচ সপ্তাহ আগে আলোচনা শুরু করি।
আলোচনাগুলো অত্যন্ত স্বচ্ছ ছিল। আমরা চুক্তির অধীনে এই সিদ্ধান্ত নিয়েছি। এমনকি ছাঁটাইয়ের আগে এসব কর্মীদের সঙ্গে আলাদাভাবে প্রতিনিধিরা বৈঠক করেছেন।








০ টি মন্তব্য