২৫ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান এফটিএক্স প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইডকে।
স্যাম ব্যাংকম্যান আর্থিক জালিয়াতি তথা কোম্পানির গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ বাগিয়ে নেয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
গত বৃহস্পতিবার ম্যানহাটনের আদালতে ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান এই শাস্তি ঘোষণা করেন। স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড বর্তমানে দেউলিয়া ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সের সাবেক প্রধান নির্বাহী।
তিনি গত বছরের শেষের দিকে জালিয়াতি ও অর্থ পাচারের জন্য দোষী সাব্যস্ত হন। ৩০ বছর বয়সী স্যাম ব্যাংকম্যান ফ্রাইড ২০১৯ সালে এফটিএক্স চালু করেন।
বাহামায় ছিল তার প্রধান কার্যালয়। প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় চলতি বছরের ১১ নভেম্বর এফটিএক্সকে দেউলিয়া বলে ঘোষণা করার আবেদন করা হয়।
এই প্ল্যাটফর্মটি থেকে বিনিয়োগকারীরা মাত্র ৭২ ঘণ্টায় ৬০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ তুলে নেন। এরপর বাজারের স্থিতিশীল অবস্থা বজায় রাখতে প্রয়োজনীয়সংখ্যক অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হলে এফটিএক্স নিজেদের দেউলিয়া ঘোষণা করার আবেদন করে।
এরপর স্যামকে গ্রেফতার করা হয় ২০২২ সালের ডিসেম্বরে। যুক্তরাষ্ট্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে বাহামা পুলিশ।








০ টি মন্তব্য