মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের নিজের প্রতিষ্ঠানে আকৃষ্ট করতে ও নিয়োগ দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
মেটার এআইভিত্তিক প্রকল্পের জন্য মার্ক জাকারবার্গ এআইয়ে দক্ষ ব্যক্তিদের ব্যক্তিগতভাবে ইমেইলে চিঠি পাঠিয়েছেন। জাকারবার্গ গুগল ডিপমাইন্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষকদের ব্যক্তিগতভাবে ইমেইল করে নিয়োগ দিচ্ছেন।
সেই প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত এমন অন্তত দুজনকে উদ্ধৃত করা হয়েছে। মার্ক জাকারবার্গ মেটার জন্য এআই কতটা গুরুত্বপূর্ণ তা ইমেইলে লিখেছেন।
এমনকি মার্ক সেই ইমেইলে আশাবাদ জানিয়ে লিখেছেন, ইমেইল পাওয়া ব্যক্তিরা মেটার এআই প্রকল্পে কাজ করবে। ইমেইলের পাশাপাশি মেটার নিয়োগপ্রক্রিয়াও সহজ করা হয়েছে।
চাকরির জন্য কোনো সাক্ষাৎকার না দিয়েই তাঁদের নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। মেটা এআইয়ে দক্ষ ব্যক্তিদের বেশি বেতনের প্রস্তাবও করছে।
মার্ক জাকারবার্গ এআই পরিসরে মেটাকে নেতৃস্থানীয় পর্যায়ে দেখার আকাঙ্ক্ষা থেকে এমন কৌশলগত পদক্ষেপ নিচ্ছেন।
মার্ক জাকারবার্গ জানান, ২০২৪ সালের মধ্যেই মেটার এনভিডিয়ার তৈরি এইচ–১০০ নামে প্রায় সাড়ে তিন লাখ শক্তিশালী কমপিউটার চিপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এনভিডিয়ার তৈরি এসব চিপ ব্যবহার করে মেটার এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হবে।
গুগলের এআই গবেষকদের ব্যক্তিগত চিঠি দিয়েছে মেটা
গুগলের এআই গবেষকদের ব্যক্তিগত চিঠি দিয়েছে মেটা
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য