গ্যালাক্সি এ-১৫ ফাইভজি মডেল উন্মোচিত হলো বাংলাদেশে। রয়েছে ৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সুপার অ্যামোলেড ডিসপ্লেতে রাত দিন গেমিং ও স্ট্রিমিং সুবিধা মিলবে।
স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, বাংলাদেশে গ্যালাক্সি এ-১৫ ফাইভজি মডেল আত্মপ্রকাশ করল।
ডিভাইসটি জীবনকে করবে আনন্দপূর্ণ ও স্মার্ট। মডেলটির ক্যামেরা বৈশিষ্ট্যে ভিন্নতা মিলবে। ভিশন বুস্টার ৬.৫ ইঞ্চি এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ঘরের বাইরে স্ট্রিমিংয়ে ৮০০ নিট অবধি ব্রাইটনেস বাড়ানো সম্ভব। রাতে বা কম আলোতে ভিডিওর স্বাচ্ছন্দ্যে থাকছে আই কমফোর্ট শিল্ড যা ক্ষতিকারক নীল রশ্মি থেকে চোখের সুরক্ষা দেয়। আরও রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং।
মডেলে রয়েছে প্রাইমারি লেন্স ৫০ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যমেরা। ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস এসওসি ও মালি জি৬৭-এমপি২ জিপিইউ। মডেলের তিনটি সংস্করণ যথাক্রমে ৬/১২৮জিবি, ৮/১২৮জিবি আর ৮/২৫৬জিবি।
এক টেরাবাইট অবধি বাড়ানো সম্ভব ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে। ওয়ান ইউআই ব্যবহৃত অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণের ওপর ভিত্তি করে।
চতুর্থ প্রজন্মের ওএস আপগ্রেড ও ৫ বছরের সিকিউরিটি পাওয়া যাবে। আরও থাকছে সার্টিফায়েড ইএএল৫প্লাস। গ্যালাক্সি এ-১৫ ফাইভজি মডেলটির দাম ৩১ হাজার ২৯৯ টাকা।
বাংলাদেশে উন্মোচিত হলো গ্যালাক্সি এ-১৫ ফাইভজি মডেল
বাংলাদেশে উন্মোচিত হলো গ্যালাক্সি এ-১৫ ফাইভজি মডেল
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য