https://gocon.live/

আবার বাড়তে শুরু করেছে মোবাইল ইন্টারনেট গ্রাহক

আবার বাড়তে শুরু করেছে মোবাইল ইন্টারনেট গ্রাহক আবার বাড়তে শুরু করেছে মোবাইল ইন্টারনেট গ্রাহক
 

ফেব্রুয়ারিতে ১১ লাখের বেশি গ্রাহক বেড়েছে টানা পাঁচ মাস মুঠোফোন ইন্টারনেট গ্রাহক কমার পর। এক মাসের ব্যবধানে এই গ্রাহক বাড়ার তথ্য দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অন্যদিকে ছয় মাস পর মুঠোফোন উৎপাদন কমে ২০ লাখের নিচে নেমেছে। 
গত রোববার বিটিআরসি সর্বশেষ তথ্য দিয়েছে ইন্টারনেট ও মুঠোফোন গ্রাহক সংখ্যার।

তাতে দেখা যায়, দেশে এখন মোট ইন্টারনেট গ্রাহক ১৩ কোটির বেশি। এতে ফেব্রুয়ারিতে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক ১ কোটি ১২ লাখ ৮০ হাজারের বেশি, যা জানুয়ারি মাসেও একই ছিল। মূলত বেড়েছে মুঠোফোন ইন্টারনেট গ্রাহক। 

দেশে এখন মুঠোফোন ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৭৪ লাখ ৭০ হাজারের বেশি। জানুয়ারি মাসের চেয়ে এই সময়ে গ্রাহক বেড়েছে ১১ লাখ ৭০ হাজারের বেশি।

এর আগের পুরো ইন্টারনেট গ্রাহকের সংখ্যার ওপর প্রভাব পড়েছিল টানা পাঁচ মাস মুঠোফোন ইন্টারনেট গ্রাহক কমায়। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসেই প্রায় ২২ লাখ মুঠোফোন ইন্টারনেট গ্রাহক কমেছিল। 

ইন্টারনেট গ্রাহক কমে যাওয়ার পেছনে অপারেটররা তিন দিনের জনপ্রিয় প্যাকেজ বন্ধ হয়ে যাওয়া, একাধিক সিমের ব্যবহার করে যাওয়া, মূল্যস্ফীতি, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেছিল।

বছরের শেষ দিকে এসে গ্রাহক কম থাকে বলেও জানিয়েছিল তারা। তবে আবারও গ্রাহক বাড়তে শুরু করেছে। দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ১৯ কোটি ১৩ লাখ ৮০ হাজারের বেশি।

বিটিআরসির হিসাবে সর্বশেষ ৯০ দিনে কোনো ব্যক্তি একবার ব্যবহার করলেই ইন্টারনেট ও মুঠোফোন গ্রাহক হিসেবে গণ্য হন।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।