ইয়াহু ইনস্টাগ্রামের সহ-প্রতিষ্ঠাতাদের প্রতিষ্ঠিত এআইভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম আর্টিফ্যাক্ট অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে ইয়াহু সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্যান্য পরিষেবাগুলোর সাথে এটিকে অন্তর্ভুক্ত করার।
অ্যালফাবেট (গুগল) এবং মেটা প্ল্যাটফর্ম যখন অধিকাংশ বিজ্ঞাপনদাতাদের লুফে নিচ্ছে সেখানে ইয়াহু আয় বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে।
ঠিক এমন সময়েই অনেককে বিষ্মিত হয়েছে নিজেদের নিউজ প্ল্যাটফর্ম থাকলেও আর্টিফ্যাক্ট অধিগ্রহণ করায়। গত জানুয়ারিতে এক ব্লগ পোস্টে আর্টিফ্যাক্ট তাদের অ্যাপের কার্যক্রম বন্ধের ইঙ্গিত দিয়েছিলো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে বর্তমান বাজারে অব্যাহত বিনিয়োগের জন্য যথেষ্ঠ বড় নয়। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ, এনগ্যাজেট এবং ইয়াহু ফাইন্যান্সের মতো নিউজ ব্র্যান্ডের মালিক ইয়াহু।
প্রতিষ্ঠানটি বলছে, আর্টিফ্যাক্টের এআই-চালিত রিকমেন্ডেশন ইঞ্জিন এবং অন্যান্য ফিচারগুলো ইয়াহুর নিউজ অপারেশন ও দর্শকদের কাছে পার্সোনালাইজড কনটেন্ট সরবরাহে সহায়তা করবে।
এআইভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম আর্টিফ্যাক্ট কিনে নিল ইয়াহু
এআইভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম আর্টিফ্যাক্ট কিনে নিল ইয়াহু
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য