https://powerinai.com/

বেসিস নির্বাচনে ডিউকের নেতৃত্বে টিম সাকসেসের আত্মপ্রকাশ

বেসিস নির্বাচনে ডিউকের নেতৃত্বে টিম সাকসেসের আত্মপ্রকাশ বেসিস নির্বাচনে ডিউকের নেতৃত্বে টিম সাকসেসের আত্মপ্রকাশ
 
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪–২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে। 

গতকাল (৭ই এপ্রিল) বেসিস প্রতিষ্ঠাতা সদস্য এবং  ফ্লোরা টেলিকম লিমিটেডের মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক এর নেতৃত্বে নির্বাচন উপলক্ষে টিম সাকসেসের আত্মপ্রকাশ ঘটে। 

গুলশানের স্প্যারোস রেস্টুরেন্টে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক টিম সাকসেস প্যানেলের ৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। 

টিম সাকসেস প্যানেলের প্রার্থীরা হচ্ছেন, মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক, তৌফিকুল করিম সুহৃদ, মোহাম্মাদ আমিনুল্লাহ, সৈয়দা নাফিজা রেজা বর্ষা, ফারজানা কবির ঈশিতা, সহিবুর রহমান খান রানা, রাফসান জানি এবং আব্দুল আজিজ। 

মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন বেসিসের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আমি একজন। আমরা বেসিস প্রতিষ্ঠা করেছিলাম সফটওয়্যার ও আইটি অ্যানাবল সার্ভিস নিয়ে কাজ করার জন্য।

জিরো ও বাইনারি বুঝে, কোডিং বুঝে এমন মানুষদের সংগঠন বেসিস। আমরা নির্বাচিত হলে সফটওয়্যার ও আইটি অ্যানাবল ব্যবসা আরো সফল ও গতিশীল করতে কাজ করবো। 

ডিউক আরো বলেন, আমরা স্মার্ট বাংলাদেশের সহযোগী ও সম্পূরক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চাই। এখানে কোনো সদস্য সফল হলে বেসিস সফল হবে আর বেসিস সফল হলে স্মার্ট বাংলাদেশের অগ্রগতি হবে।
সেই লক্ষ্য নিয়েই আমরা 'টিম সাকসেস' প্যানেল কাজ করে যাচ্ছি। সফলতা অর্জন করা কঠিন কিন্তু আমরা নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মাধ্যমে বেসিস সদস্যদের সঙ্গে নিয়ে এ অগ্রযাত্রায় সফল হতে চাই। 

ইতোমধ্যে বেসিস নির্বাচনে আরো দুইটি প্যানেল আত্মপ্রকাশ করেছে। প্যানেল দুটি হচ্ছে, মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে টিম স্মার্ট এবং বর্তমান বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর নেতৃত্বে ওয়ান টিম। 

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ভোটার ৯৩২, সহযোগী ভোটার ৩৮৯, অ্যাফিলিয়েট ভোটার ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন।

বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন। ইতোমধ্যে ১১ টি পদের জন্য ৪১ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

এবারের বেসিস নির্বাচন কমিশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন টিআইএম নূরুল কবির।সদস্য হিসেবে থাকছেন সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। নির্বাচনে আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।