সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন তাদের প্রথম একমাত্র যন্ত্র (হার্ডওয়্যার) জেড-৮০ সফটকার্ডের ঘোষণা দেয়।
সফটকার্ডে মুদ্রিত সার্কিট বোর্ডের ওপর একটা মাইক্রোপ্রসেসর লাগানো ছিল, এটি অ্যাপল-টু পারসোনাল কমপিউটার যুক্ত করা যেত।
এটি অ্যাপল কমপিউটারে বাড়তি কিছু কাজ করার সুবিধা দিত। এর খুচরা মূল্য ছিল ৩৪৯ মার্কিন ডলার। এই সফটকার্ডে সিপি/এম অপারেটিং সিস্টেমের সঙ্গে মাইক্রোসফট বেসিক প্রোগ্রাম ছিল।
ফলে সফটকার্ডের মাধ্যমে অ্যাপল-টুতে এসব প্রোগ্রাম চালানো যেত। সেই সময়ে লেখালেখির সফটওয়্যার ওয়ার্ডস্টার এত জনপ্রিয় ছিল যে ব্যবহারকারীরা সফটকার্ডের সঙ্গে একটি ‘৮০ কলাম কার্ড’ যুক্ত করে এই সফটওয়্যার চালাতেন।
এই সফটকার্ড বিক্রি থেকে একটা সময় মাইক্রোসফটের মোট রাজস্ব আয়ের অর্ধেকই আসত। মাইক্রোসফট ১৯৮৬ সালে সফটকার্ডের উৎপাদন বন্ধ করে দেয়।








০ টি মন্তব্য