নতুন স্মার্টওয়াচ উন্মোচন করছে নয়েজ। অনেকটা অ্যাপল ওয়াচের মতো কালারফিট ওরে নামের কোম্পানিটির সর্বশেষ মডেলের স্মটার্টওয়াচটির ডিজাইন।
স্মার্টওয়াচটিতে রয়েছে একটি বড় এবং উজ্জ্বল (৬০০ নিট) ২.১-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রেজ্যুলিউশন ৪৪৮*৩৬৮ পিক্সেল।
এই স্মার্টওয়াচটি মেটাল বডিসহ বাজারে আসছে। স্মার্টওয়াচটিতে পাওয়া যাবে চামড়া, সিলিকন এবং মেটাল স্ট্র্যাপ। স্মার্টওয়াচটিতে একটি বিশেষ বাটন রয়েছে।
এছাড়া এতে ব্লুটুথ কল করার ফিচারও রয়েছে এবং ১৮ মিটার দূরত্ব পর্যন্ত কল করা যাবে। স্মার্টওয়াচটি একবার সম্পূর্ণ চার্জে সর্বাধিক ৭ দিন স্থায়ী হতে পারে।
তবে এই ব্যাটারির আয়ু অনেকাংশে কমে যাবে আপনি যদি ব্লুটুথ কলিং ব্যবহার করেন। স্মার্টওয়াচটিতে আরও রয়েছে অ্যালার্ম, আবহাওয়ার তথ্য এবং গান শোনা নিয়ন্ত্রণের মতো ফিচার।
বাজারে নতুন স্মার্টওয়াচ নিয়ে আসছে নয়েজ
বাজারে নতুন স্মার্টওয়াচ নিয়ে আসছে নয়েজ
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য