https://www.brandellaltd.com/

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করতে নীতিমালা হালনাগাদ করছে মেটা

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করতে নীতিমালা হালনাগাদ করছে মেটা এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করতে নীতিমালা হালনাগাদ করছে মেটা
 

মেটা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি আধেয় বা কনটেন্টের জন্য নীতিমালা হালনাগাদ করছে। এ হালনাগাদের ফলে আগামী মাস থেকেই এআই দিয়ে তৈরি আধেয়তে ‘মেইড উইথ এআই’ লেবেল বা ছাপ যুক্ত করা হবে।

মেটার মালিকানায় থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে আধেয়র জন্য এই নীতিমালা অনুসরণ করা হবে। 
বিদ্যমান নীতি অনুসারে এআই কনটেন্টে লেবেল বা ছাপ যুক্ত করা হয়।

তবে এ নীতিমালা খুবই সীমিত পরিসরে কাজ করছে। মেটা এ জন্য এআই দিয়ে তৈরি আরও ভিডিও, অডিও এবং ছবিতে ছাপ যুক্ত করতে কাজ করছে।

এআই দিয়ে তৈরি আধেয়তে দুভাবে ছাপ যুক্ত করা হবে। এআই দিয়ে তৈরি আধেয়র বিষয়ে ব্যবহারকারী তথ্য দিলে এবং এআই ইমেজ ইন্ডিকেটরের মাধ্যমে শনাক্ত করে মেটা ছাপ যুক্ত করে দেবে।

তবে মেটা এআই দিয়ে তৈরি আধেয় শনাক্ত ও ছাপ যুক্ত করার পুরো প্রক্রিয়া সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি। মেটা এআই দিয়ে তৈরি আধেয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও পরিবর্তন আনছে।

মেটা আগামী জুলাই মাস থেকে অন্যান্য কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করলে এআই দিয়ে তৈরি বিভিন্ন আধেয় মুছে ফেলা বন্ধ করবে। বুলিং, ভোটারদের মতামত নিয়ন্ত্রণ করা এবং হয়রানি করার শঙ্কা রয়েছে এমন আধেয় মুছে ফেলবে মেটা।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।