চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে গ্রাহকদের প্রি-বুকিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে পি সিরিজের আসন্ন এ স্মার্টফোন কিনতে।
২০২৩ সালে কোম্পানিটি মেট৬০ সিরিজের সঙ্গে প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে ফিরে আসে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রচার করেছিল এ সিরিজটি চালু হওয়াকে মার্কিন নিষেধাজ্ঞার ওপর বিজয় হিসেবে।
অন্যদিকে দেশটিতে অ্যাপলের আইফোন বিক্রি বন্ধের পদক্ষেপ হিসেবেও একে দায়ী করা হয়েছিল। মেট৬০ সিরিজ বাজারে আনা হয় মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডোর চীন ভ্রমণের সময়।
এ সিরিজের ডিভাইস বাজারজাতের আগে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রচারণা চালানো হয়নি। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির অ্যানালিস্ট উইল উং মনে করেন, হুওয়ায়ে এক ঢিলে দুই পাখি শিকার করেছে।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের সময়ে নিরাপদ অবস্থানে থাকতে চেয়েছে।’ বিগত কয়েক মাসে হুয়াওয়ের পি৭০ চালু হওয়া নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে।
প্রযুক্তিবিদরা মনে করছেন মডেলটিতে মেট৬০-এর মতোই উন্নতমানের চীনা চিপ থাকবে। উন্নতমানের ক্যামেরা রয়েছে পি সিরিজে।
এটি বেশ জনপ্রিয় আকর্ষণীয় ডিজাইনের জন্য। অন্যদিকে উন্নতমানের মেট সিরিজে পারফরম্যান্স ও বিজনেস ফিচারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে
নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে হুয়াওয়ে
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য