https://comcitybd.com/brand/Havit

২৮ কর্মীকে বরখাস্ত করেছে গুগল

২৮ কর্মীকে বরখাস্ত করেছে গুগল ২৮ কর্মীকে বরখাস্ত করেছে গুগল
 

ইসরায়েল সঙ্গে ১২০ কোটি ডলারের চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বরখাস্ত করেছে গুগল। কর্মীরা গত ১৬ এপ্রিল নিউইয়র্ক সিটি, সিয়াটল এবং ক্যালিফোর্নিয়ার সানিভেলে গুগল অফিসের সামনে বসে বিক্ষোভ শুরু করে।

প্রায় ১০ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা দাবি তোলেন, ইসরায়েল সরকারকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবা দেওয়ার জন্য যে চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। 

গুগল জানিয়েছে, এই বিক্ষোভের সঙ্গে যুক্ত ২৮ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভের মাধ্যমে অন্য কর্মীদের কাজে অংশগ্রহণ করতে বাধা দেওয়া এবং আমাদের নীতি লঙ্ঘন করায় কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাঁটাই হওয়া এক কর্মী জানিয়েছেন, গুগল কর্মীদের ছাঁটাই করলেও ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদ জানিয়ে চলা আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে। 

‘প্রজেক্ট নিম্বাস’ নামের এই প্রজেক্ট হচ্ছে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েল সরকারের ১.২ বিলিয়ন বা ১২০ কোটি ডলারের বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবা প্রযুক্তি সরবরাহ করে থাকে গুগল ও অ্যামাজন।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।