https://www.brandellaltd.com/

এফিটিপির প্রণেতা অভয় ভূষণ

এফিটিপির প্রণেতা অভয় ভূষণ এফিটিপির প্রণেতা অভয় ভূষণ
 

তৎকালীন গবেষক অভয় ভূষণ প্রথমবারের মতো ফাইল ট্রান্সফার প্রটোকল (এফটিপি) প্রকাশ করেন। এটি প্রকাশিত হয়েছিল ইন্টারনেটের কারিগরি মান নির্ধারণ-সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রকাশনায় ‘আরএফসি (রিকোয়েস্ট ফর কমেন্টস) ১১৪’-এ।

যোগাযোগের ক্ষেত্রে কোনো সার্ভার থেকে নেটওয়ার্কে যুক্ত ক্লায়েন্ট কমপিউটারে ফাইল আদান-প্রদানের মান পদ্ধতি বা নিয়ম হলো এফটিপি। 

তড়িৎ প্রকৌশলী ও কমপিউটার বিজ্ঞানী অভয় কে ভূষণ ১৯৪৪ সালের ২৩ নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), এমআইটি ও এমআইটি শ্লোয়েন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি এফটিপি ও একেবারে প্রথম দিককার ই-মেইল সংস্করণের প্রটোকল প্রণয়ন করেন। ইন্টারনেটের টিসিপি বা আইপি স্থাপত্যশৈলী তৈরিতে তাঁর বড় অবদান রয়েছে অভয় ভূষণ।

বর্তমানে অভয় ভূষণ আইআইটি-কানপুর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও অ্যাস্কোয়ার ইনকরপোরেটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।