https://www.brandellaltd.com/

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে সরবরাহ বন্ধে ইন্টারনেটে ধীরগতি

ইন্টারনেটে ধীরগতি, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ ইন্টারনেটে ধীরগতি, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ
 
দেশে সেবায় ইন্টারনেটে ধীরগতি ভর করেছে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে দেশে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

ব্যবহারকারীরা সাইট ব্রাউজিংয়ে ধীরগতি পাচ্ছেন। কোনও অ্যাপে ঢোকা সহ বিভিন্ন সেবায় এ অবস্থা চলছে। কবে নাগাদ এই সমস্যা সমাধান হবে তা জানাতে পারেনিনি সরকারি ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।  

জানা গেছে, গেলো রাত ১২টার পর থেকে এই ধরনের সমস্যা শুরু হয়েছে। বিএসসিপিএলসি জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার ক্যাবলে সমস্যা হওয়ায় এই ঘটনা ঘটেছে।

বাংলাদেশের পাশাপাশি আরও ককয়েকটি দেশে এই ঘটনা ঘটেছে। দ্বিতীয় সাবেমিরন ক্যাবল সি-মি-উই-৫ হয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ আসে।

ক্যাবলে সমস্যার কারণে পুরোটাই বন্ধ আছে। সি-মি-উই-৪ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে বিএসসিপিএলসি। 

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন, ব্যবহারকারীরা ইন্টারনেট সেবায় ধীরগতির অভিযোগ করছেন। 

প্রসঙ্গত, দেশে বর্তমানে সাড়ে ৫ হাজার ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মধ্যে বিএসসিপিএলসি আড়াই হাজারের বেশি ব্যান্ডউইথ সরবরাহ করে। অবশিষ্ট ব্যান্ডউইথ ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবলের (আইটিসি) মাধ্যমে আসে।







০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।