‘গুগল ফটোজ’ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। সংরক্ষণ করা ছবি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা যায়।
গুগল সংরক্ষণ করা ছবি দ্রুত সম্পাদনার সুযোগ দিতে গত বছর এআই প্রযুক্তির টুল উন্মুক্ত করে। এত দিন শুধু পিক্সেল স্মার্টফোনে ব্যবহার করা গেলেও শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোনে টুলটি ব্যবহার করা যাবে।
এআই টুলটি আগামী ১৫ মে উন্মুক্ত করা হবে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য। টুলটি অ্যান্ড্রয়েড ৮ ও আইওএস ১৫ থেকে পরবর্তী যেকোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
এ ছাড়া টুলটি ব্যবহার করা যাবে পিক্সেল ট্যাবলেটে। ছবি সম্পাদনার এআই টুলটিতে ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার ও পোট্রের্ট লাইট ফিচার পাওয়া যাবে।
ফলে স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলার পাশাপাশি ছবির ঝাপসা অংশ সম্পাদনা করা যাবে। টুলটি পোট্রের্ট ছবিতে আলো কম বেশিও করে দেবে।
নির্দেশনা প্রম্পট আকারে লিখে দিলেই টুলটি স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করে দেবে। প্রতি মাসে গুগল ফটোজে ১০টি ছবি বিনা মূল্যে এআই টুলটির মাধ্যমে সম্পাদনা করতে পারবে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা।
গুগল ফটোজে ছবি সম্পাদনার এআই টুল
গুগল ফটোজে ছবি সম্পাদনার এআই টুল
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য