https://www.brandellaltd.com/

ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে আইফোন মেরামতের কাজ সহজ করছে অ্যাপল

ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে আইফোন মেরামতের কাজ সহজ করছে অ্যাপল ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে আইফোন মেরামতের কাজ সহজ করছে অ্যাপল
 

অ্যাপল অবশেষে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে আইফোন মেরামতের কাজ সহজ করছে। আগামী আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে নির্দিষ্ট আইফোনের মডেলে ব্যবহৃত যন্ত্রাংশ ব্যবহার করে মেরামত করা যাবে এবং এসব ফোনে সব ধরনের কাজ করা যাবে। 

বেশ কিছু নিয়ম বিদ্যমান রয়েছে আইফোন মেরামতে যন্ত্রাংশ ব্যবহারে। ‘পার্টস রিপেয়ারিং’ নামের এ প্রক্রিয়ায় একজন আইফোন ব্যবহারকারীকে অ্যাপল থেকে নেওয়া যন্ত্রাংশের সঙ্গে আইফোনের ক্রমিক নম্বর মিলিয়ে নিতে হয়।

কোনো ব্যবহারকারী ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে আইফোন মেরামত করলে তাঁকে পেসকি নোটিফিকেশন দেখায় অ্যাপল, যেখানে যুক্ত করা যন্ত্রাংশ যাচাই করা নয় বলে উল্লেখ থাকে।

ফলে আইফোনে টাচ আইডি, ফেসআইডিসহ আরও কিছু সুবিধা কাজ না করার শঙ্কা থাকে। আইফোন মেরামত করার সময় যন্ত্রাংশ ব্যবহারে আর ফোনের ক্রমিক নম্বর মিলিয়ে নেওয়ার প্রয়োজন হবে না  নতুন এ প্রক্রিয়া চালু হলে।

এ প্রক্রিয়ার মাধ্যমে ডিসপ্লে, ব্যাটারি ও ক্যামেরা মেরামত করা যাবে। পরবর্তী সময়ে ফেসআইডি, টাচআইডির মতো বায়োমেট্রিক সেন্সর ব্যবহৃত হলেও তা এ নতুন নিয়মের ফলে ব্যবহার করা যাবে। 

অ্যাপল আইফোনের যন্ত্রাংশ অনুসরণ করার ওপর আরও জোর দিচ্ছে। প্রতিষ্ঠানটির অ্যাক্টিভিশন লক ফিচারে পরিবর্তন আনা হয়েছে।

ফলে কোনো যন্ত্রে যদি অন্য ফোনের ব্যবহৃত যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তবে তা ট্র্যাক করা যাবে। ফলে চুরি ঠেকানো সম্ভব হবে।


যে আইফোন থেকে ব্যবহৃত যন্ত্রাংশ নেওয়া হয়েছে, তাতে অ্যাক্টিভিশন লক বা লস্ট মোড চালু থাকলে নতুন আইফোনে যুক্ত করা যন্ত্রাংশটির ব্যবহার সীমিত করা হবে। 









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।