চ্যাটজিপিটি বা গুগল জেমিনির মতো সিরিও যাতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে ব্যবহারকারীদের কথাবার্তা বুঝে সে অনুযায়ী কাজ করতে পারে বা দিতে পারে দীর্ঘ ও সুনিপুণ উত্তর, সেটা নিয়েও অ্যাপল কাজ করছে।
অ্যাপলের লক্ষ্য, যাদের আইফোন ও ম্যাক ব্যবহারকারীরা সিরির মাধ্যমেই ডিভাইস নিয়ন্ত্রণ থেকে কোড লেখা বা গবেষণার মতো কাজ করতে পারে তৃতীয় পক্ষের কোনো এআই সেবার প্রয়োজন না থাকে।
অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’কে নতুন করে ঢেলে সাজানো হবে। নতুন আইফোন ১৬ সিরিজের প্রসেসর ডিজাইনের সময় এআই কোরের শক্তি বাড়ানোর হবে, যাতে ক্লাউড সার্ভারের ওপর নির্ভরশীল না হয়েই নতুন সব এআই ফিচার সরসরি ফোনেই চালানো যায়।
সিরি সম্ভবত এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই বেশির ভাগ কাজ করতে পারবে। গুগল অ্যাসিস্ট্যান্টের চেয়ে সিরি সব সময়ই ফিচারে পিছিয়ে ছিল, আইওএস ১৮ থেকে সেই ঘাটতি আর থাকছে না। নতুন শক্তিশালী এআই চ্যাটবট সিরির ক্ষমতার কিছুটা আইওএস ১৮ আপডেটে পাওয়া যাবে।
এআই চ্যাটবট সিরি
এআই চ্যাটবট সিরি
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য