এবার স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করলো লাভা। প্রোওয়াচ ডেজএন মডেলের স্মার্টওয়াচ উন্মোচন করেছে ভারতে কোম্পানিটি রাভা।
লাভার নতুন এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে করর্নিং গরিলা গ্লাস কোটিং। এই স্মার্টওয়াচটি পানিরোধী।
এই স্মার্টওয়াচে রয়েছে একটি পিপিজি সেন্সর, যা রিয়েল টাইম হার্ট রেট মনিটর করে তথ্য প্রদর্শন করতে সক্ষম। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল অর্থাৎ এসপিও২ মনিটরিং ফিচারের সাপোর্টও রয়েছে এই স্মার্টওয়াচে।
এই স্মার্টওয়াচে রয়েছে ১১০টিরও বেশি স্পোর্টস মোড। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে এই স্মার্টওয়াচ ৮ দিন পর্যন্ত চালু থাকতে পারে।
বাজারে প্রথম স্মার্টওয়াচ নিয়ে আসলো লাভা
বাজারে প্রথম স্মার্টওয়াচ নিয়ে আসলো লাভা
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য