https://comcitybd.com/brand/Havit

ঘোড়ার রোগ খুঁজে পেতে সক্ষম এআই প্রযুক্তির টুল তৈরি করেছেন বিজ্ঞানীরা

ঘোড়ার রোগ খুঁজে পেতে সক্ষম এআই প্রযুক্তির টুল তৈরি করেছেন বিজ্ঞানীরা ঘোড়ার রোগ খুঁজে পেতে সক্ষম এআই প্রযুক্তির টুল তৈরি করেছেন বিজ্ঞানীরা
 

দক্ষিণ জার্মানির এলএমইউ ইকুইন ক্লিনিকের বিজ্ঞানীরা ছবি বিশ্লেষণ করে ঘোড়ার রোগ খুঁজে পেতে সক্ষম এআই প্রযুক্তির টুল তৈরি করেছেন।

ইকুইন রেকারেন্ট ইউভেইটিস (ইআরইউ) ঘোড়ার একটি প্রদাহজনক চোখের রোগ। এই রোগের কারণে ঘোড়া ধীরে ধীরে অন্ধ হয়ে যায়।

ফলে সুস্থ ঘোড়া দুর্বল হয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর তাই ধারণা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কে কাজের উপযোগী করা হয়েছে ঘোড়ার রোগ সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে। এখন সেই এআই টুল ঘোড়ার ইকুইন রেকারেন্ট ইউভেইটিস (ইআরইউ) রোগ সঠিকভাবে শনাক্ত করতে পারে।

গবেষণার অংশ হিসেবে ১৫০ জন প্রাণী চিকিৎসককে ৪৯টি ঘোড়ার সুস্থ আর অসুস্থ চোখের ছবি দেখানো হয়। একই ছবি এআই টুলের মাধ্যমেও বিশ্লেষণ করা হয়।

এআই টুলের রোগ খোঁজার বিষয়ে ইকুইন ভেটেরিনারি জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। 
চোখের রোগের কারণে অনেক ঘোড়ার কর্মক্ষমতা তরুণ বয়সেই কমে যায়।

দ্রুত উপযুক্ত চিকিৎসা না হলে ধীরে ধীরে অন্ধও হয়ে যায়। গবেষণা চলাকালে ঘোড়ার ছবি দেখে বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকেরা ৭৬ শতাংশ রোগ সন্ধান করতে পেরেছেন।

অন্যদিকে এআই টুলটি ৯৩ শতাংশ রোগ শনাক্ত করেছে। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্যভাবে ঘোড়ার রোগ শনাক্ত করা সম্ভব।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।