ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রোগ্রামিং সংকেত (সোর্স কোড) এবং ওয়েবসাইট উন্মুক্ত করে দেয় সুইজারল্যান্ডের জেনেভার ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্ন।
এর ফলে সবাই ওয়েব ব্যবহার করতে পারে এবং ইন্টারনেটে ওয়েবের ব্যাপক প্রসার ঘটতে থাকে। ১৯৮৯ সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি তাঁর তৎকালীন কর্মস্থল সার্নে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) উদ্ভাবন করেন।
ওয়েব উদ্ভাবনের মূল উদ্দেশ্য ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বিজ্ঞানীর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তথ্য ভাগ করে নেওয়া।
ইন্টারনেটে প্রথম ওয়েবসাইটটি ছিল সার্নের। সেটি রাখা হয়েছিল (হোস্ট করা) বার্নার্স-লির নেক্সট কম্পিউটারে। সার্ন তাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সফটওয়্যার উন্মুক্ত করে ইন্টারেনেটে ছেড়ে দেয় ১৯৯৩ সালের ৩০ এপ্রিল। একইসঙ্গে সার্ন এই সফটওয়্যারের লাইসেন্স মুক্ত করে দেয়, যাতে ওয়েবের সর্বোচ্চ প্রসার ও প্রচার ঘটে।
০ টি মন্তব্য