চলতি বছরের প্রথম প্রান্তিকে ১০ শতাংশেরও বেশি কমেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের স্মার্টফোন আইফোনের বিক্রি। এর মধ্য দিয়ে অ্যাপলের রাজস্বে গুরুত্ব কমেছে আইফোনের। একই সময়ে রাজস্বে বড় পতন দেখতে পেয়েছে অ্যাপল।
চলতি বছরের তিন মাসে ইউরোপ ছাড়া বিশ্বের প্রতিটি বাজারে কমেছে আইফোনের বিক্রি। অ্যাপল জানিয়েছে, সামগ্রিকভাবে কোম্পানিটির রাজস্ব ৪ শতাংশ কমে ৯০ দশমিক ৮ বিলিয়নে দাঁড়িয়েছে; যা বিক্রির হিসেবে এক বছরেরও বেশি সময় ধরে সবচেয়ে বড় পতন।
বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার কারণে আইফোন বিক্রির এই পরিস্থিতি তৈরি হয়েছে।
অ্যাপল চীনের বাজারে শাওমি ও হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে চাপের মুখে রয়েছে। আইফোনের বিশাল এই বাজারটিতে ৮ শতাংশ বিক্রি কমেছে।
অ্যাপল প্রধান টিম কুক অবশ্য বিনিয়োগকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, অ্যাপলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বাজার নিয়ে।
০ টি মন্তব্য