নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের নির্দিষ্ট বার্তা ‘পিন’ করে রাখা যায়। ফলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত পড়ার সুযোগ মিলে থাকে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়া এ ফিচার পরিধি বাড়িয়েছে। এখন থেকে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে সর্বোচ্চ তিনটি বার্তা পিন করা যাবে হোয়াটসঅ্যাপে।
ব্যবহারকারীরা চাইলে যেকোনো বার্তা ২৪ ঘণ্টা, ৭ ও ৩০ দিন পর্যন্ত পিন করে রাখতে পারবে। এটি করার জন্য কাঙ্ক্ষিত বার্তাগুলো কিছুক্ষণ চেপে ধরে রেখে ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘পিন’ অপশন নির্বাচন করতে হবে।
তবে গ্রুপ চ্যাটে প্রশাসকের অনুমতি ছাড়া অন্য সদস্যরা চাইলেও বার্তা পিন করতে পারবে না। শিগগিরই সব ব্যবহারকারীদের জন্য এ ফিচার উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপ পিন করা বার্তার সংক্ষিপ্ত তথ্য (প্রিভিউ) দেখার জন্য ‘পিনড মেসেজ প্রিভিউ’ ফিচার চালু করবে। ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপে পিন করা বার্তাগুলোতে ক্লিক না করেই সেখানে থাকা তথ্য সম্পর্কে ধারণা মিলবে।
একাধিক বার্তা পিন করার ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য