সম্প্রতি ব্র্যান্ডের টপ-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে পা রেখেছে শাওমি ১৪ আল্ট্রা ফোনটি। শাওমি ১৪ লাইনআপের উত্তরসূরি মডেলগুলো প্রত্যাশার চেয়ে আগেই বাজারে হাজির হতে পারে।
শাওমি ১৫ সিরিজটি আগামী ছয় মাসেরও কম সময়ের মধ্যে উন্মোচিত হতে পারে। আশা করা হচ্ছে, চীনা ব্র্যান্ডের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ শাওমি ১৫ বর্তমান প্রজন্মের শাওমি ১৪-এর মতো একই উন্মোচন টাইমলাইন অনুসরণ করবে।
সর্বশেষ লাইনআপটি প্রাথমিকভাবে গতবছর অক্টোবরে উন্মোচন করা হয়েছিল, আর আন্তর্জাতিক বাজারে এটিকে এবছরের প্রথম ত্রৈমাসিকে উন্মোচন করা হয়।
শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রোও আগামী অক্টোবরের মাঝামাঝি আসতে পারে। তাই, এর গ্লোবাল রোলআউট সম্ভবত ২০২৫ সালের প্রথম দিকেই শুরু হতে পারে।
শাওমি ১৫ সিরিজটি সর্বপ্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসরের সাথে আত্মপ্রকাশ করবে। শাওমি ১৫ পুরো লাইনআপের জন্য একটি হাই-ম্যাগনিফিকেশন টেলিফটো সেন্সরসহ নতুন ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থাকবে।
উল্লেখ্য, বেস শাওমি ১৫ মডেলে তার পূর্বসূরির মতো একই ৬.৩৬ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, সিরিজটিতে থাকছে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
দুর্দান্ত সব ফিচার নিয়ে লঞ্চ হতে চলেছে শাওমি ১৫
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য