https://powerinai.com/

লেনোভো নিয়ে এসেছে আইডিপ্যাড সিরিজের নতুন ল্যাপটপ

লেনোভো নিয়ে এসেছে আইডিপ্যাড সিরিজের নতুন ল্যাপটপ লেনোভো নিয়ে এসেছে আইডিপ্যাড সিরিজের নতুন ল্যাপটপ
 

বাংলাদেশের বাজারে এলো লেনোভোর আইডিপ্যাড সিরিজে পাতলা ল্যাপটপ। যার মডেল আইডিয়াপ্যাড স্লিম ৩ আই (৮)। এটি ইন্টেল ১২ জেনারেশনের প্রসেসরের নতুন ল্যাপটপের লাইনআপ।

ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেললের কোর আই-৫ সিরিজের হাই পারফর্মেন্স প্রসেসর। 
ল্যাপটপটিতে পাবেন ৮ জি বি (ডি ডি আর ফাইভ) ৪৮০০ মেগা হার্টজের র‍্যাম।

এই ল্যাপটপর কার্যক্ষমতা বাড়ানোর সুবিধার্থে রয়েছে চতুর্থ প্রজন্মের এম ডট টু এনভিএমই ৫১২ জিবি এসএসডি। যা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

১৪ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচ ডি (১৯২০*১০৮০) এন্টি গ্লেয়ার ডিসপ্লের এই ল্যাপটপ টির ব্রাইটনেস সর্বোচ্চ ২৫০ নিটস।

ব্যাবহারকারীর চোখ কে সুরক্ষিত রাখতে ডিসপ্লে তে ব্যাবহার করা হয়েছে টি ইউ ভি লো ব্লু লাইট ফিচার। এই ল্যাপটপটিতে ডুয়াল অ্যান্টেনা সমন্বিত ওয়াইফাই ৬ রিসিভার দেওয়া আছে নিরবিচ্ছিন্ন ওয়ারলেস ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে।

আরও রয়েছে ডুয়াল মাইক্রোফোন এবং ১.৫*২ ওয়াটের ইউজার ফেসিং ডুয়াল ডলবি অডিও স্টেরিও স্পিকার।ডিভাইসটির ৪৭ ওয়াট আওআর ব্যাটারিকে ফাস্ট চার্জ করার জন্য রয়েছে ৬৫ ওয়াটের চার্জার।

এছাড়াও রয়েছে টিপিএম ২.০ সিকিউরিটি চিপ, যা ল্যাপটপে ব্যবহার করা সব গোপন পিন বা পাসওয়ার্ড সুরক্ষিত রাখে। ল্যাপটপটির অন্যতম বিশিষ্ট হচ্ছে, এতে ৮১০ এইচ মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডে তৈরি।

যা ডিভাইস টিকে পানি ধুলা-বালি বা শক থেকে সুরক্ষিত করবে। ল্যাপটপটি আর্কটিক গ্রে এবং এবিস ব্লু কালারে পাওয়া যাচ্ছে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।