https://powerinai.com/

স্টোরিজ সুবিধা চালু করল এক্স

স্টোরিজ সুবিধা চালু করল এক্স স্টোরিজ সুবিধা চালু করল এক্স
 

এআই প্রযুক্তিনির্ভর ‘স্টোরিজ’ ফিচার চালু করেছে খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে চালু থাকা স্টোরিজের তুলনায় ভিন্নভাবে কাজ করবে এক্সের এই স্টোরিজ ফিচার। 

‘গ্রক’ এআই চ্যাটবট ব্যবহারকারীদের হালনাগাদ বিভিন্ন বার্তা বা পোস্টের সারাংশ স্টোরিজ আকারে লিখে দেবে। ফলে ব্যবহারকারীরা দ্রুত স্টোরিজ পোস্ট করতে পারবে। 

এক্স জানিয়েছে, এক্সে চালু হওয়া স্টোরিজ  ফিচার গ্রক এআই চ্যাটবট ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীরা গ্রক চ্যাটবটের মাধ্যমে সহজেই নিজেদের প্রকাশ করা বিভিন্ন পোস্টের সারাংশ তৈরি করতে পারবে।

প্রাথমিকভাবে প্রিমিয়াম গ্রাহকেরা এক্সের ওয়েব ও আইওস সংস্করণে এ ফিচার ব্যবহার করতে পারবে। এক্সের এক্সপ্লোর ট্যাব থেকে সহজেই স্টোরিজ ফিচার ব্যবহার করা যাবে। 

এক্সের স্টোরিজ ফর ইউ ফিডে দেখা যাবে। ফলে স্ক্রল করে এক্সে থাকা সব পোস্ট পড়ার বদলের সহজেই নির্দিষ্ট ব্যক্তিদের হালনাগাদ পোস্টগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

অনেকেই কৃত্রিম  বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পুরোনো পোস্টের সারাংশ তৈরি করায় এক্সের স্টোরিজের তথ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।