৩৩ হাজার সাইকোথেরাপি রোগীর তথ্য হ্যাক করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে জুলিয়াস কিভিমাকি নামের এক হ্যাকারের বিরুদ্ধে।
এ তরুণ ইউরোপের ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীর তালিকায় রয়েছে। জুলিয়াস কিভিমাকি মাত্র ১৩ বছর বয়স থেকেই হ্যাকিং শুরু করেন।
তিনি ব্যক্তিগত সাইকোথেরাপি পরিষেবা ‘ভাসতামো’-এর সাইকোথেরাপির রোগীদের তথ্য (সেশন নোট) ডেটাবেস থেকে হ্যাক করতেন।
এরপর জুলিয়াস কিভিমাকি ওই তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করতেন।
একই কায়দায় ১১ বছর ধরে ৩৩ হাজার সাইকোথেরাপি রোগীর ব্যক্তিগত তথ্য হ্যাক করে ব্ল্যাকমেইল করে আসছিলেন জুলিয়াস কিভিমাকি।
এ কাজের জন্য তিনি নামহীন ই-মেইল ব্যবহার করতেন। চলতি বছরের ২৯ এপ্রিল দেশটির আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন।
ভুক্তভোগীরা জুলিয়াস কিভিমাকি হুমকি দিতেন যদি ২৪ ঘণ্টার মধ্যে ২০০ ইউরো ‘মুক্তিপণ’ না দেন, তাহলে তাদের গোপন তথ্য অনলাইনে ফাঁস করে দেবেন। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে ‘মুক্তিপণ’ না দিলে ৫০০ ইউরো মুক্তিপণ দাবি করতেন।
সাইকোথেরাপি রোগীর তথ্য হ্যাক করে ব্ল্যাকমেইল
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য