স্মার্টফোনের বাজারে রিয়েলমি ব্র্যান্ডের সি সিরিজে যুক্ত হচ্ছে নতুন ফোন। গত ৮ মে দুপুর ১২ টায় উন্মোচন সম্পর্কে ফেসবুক এবং ইউটিউব লাইভ স্ট্রিমিং এ রিয়েলমি সি৬৫ উন্মোচন উপভোগ করে ব্যবহারকারীরা।
ফোনটি টানা চার বছর স্মুথলি চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে উন্মোচনের সফট ক্রিয়েটিভে। একই দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের মধ্যে রিয়েলমি সি৬৫ একমাত্র ডিভাইস, যার রয়েছে টিইউভি-এসইউডি সার্টিফিকেশন থেকে পাওয়া সম্মানজনক জার্মান ফোর-ইয়ার স্মুদ সার্টিফিকেশন।
সি সিরিজের এই ডিভাইসটি নতুন সব পণ্যের পথিকৃৎ হিসেবে নিজের অবস্থানকে সুদৃঢ় করবে। সঙ্গে ব্র্যান্ডের মসৃণতা, চমৎকার কোয়ালিটি ও অসামান্য ডিজাইনের ধারাবাহিকতাও রক্ষা করেছে।
ফলে রিয়েলমি ব্র্যান্ডের সি সিরিজে মাঝারি পর্যায়ের বাজেটের এই ফোন এন্ট্রি লেভেলের ফোন ব্যবহারকারীদের দেবে একটি অভূতপূর্ব অভিজ্ঞতা।
রিয়েলমির নতুন স্মার্টফোন সি৬৫
রিয়েলমির নতুন স্মার্টফোন সি৬৫
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য