https://powerinai.com/

আইপ্যাডের বড় ঘোষণা দিল অ্যাপল

আইপ্যাডের বড় ঘোষণা দিল অ্যাপল আইপ্যাডের বড় ঘোষণা দিল অ্যাপল
 

গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় ‘লেট লুজ’ শীর্ষক বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেড।

৪২ মিনিটের এ অনুষ্ঠান ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আয়োজনের শুরুতেই সবাইকে স্বাগত জানান। তিনি জানান, এ অনুষ্ঠানে আইপ্যাড নিয়ে বড় বড় ঘোষণা দেওয়া হবে। 


শুরুটা অ্যাপল ভিশন প্রো আর ম্যাকবুক এয়ার দিয়ে

টিম কুক আয়োজনে ভিশন প্রো আর ম্যাকবুক এয়ার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। টিম কুক জানান, কীভাবে অ্যাপল ভিশন প্রো নানা ক্ষেত্রে কাজ করছে। উদাহরণও টেনেছেন।

মোটরগাড়ি নির্মাতা পোরশের ভার্চ্যুয়াল দোকানের জন্য অ্যাপল ভিশন প্রো অ্যাপ চালু করেছে। আবার একজন চিকিৎসক চোখের চিকিৎসার জন্য ভিশন প্রো অ্যাপ ব্যবহার করছেন।

এদিকে চলচ্চিত্র নির্মাতা জন এম চু সিনেমা সম্পাদনার জন্য ব্যবহার করছেন ভিশন প্রো। অ্যাপলের ল্যাপটপ ম্যাকবুক এয়ারের বিক্রি ভালো হচ্ছে, সে বিষয়ে জানান তিনি।


আইপ্যাড এয়ার

টিম কুক আইপ্যাডের ঘোষণার জন্য অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট জন টেরনাসকে আমন্ত্রণ জানান। পর্দায় হাজির হন টেরনাস।

শুরুতেই আইপ্যাড এয়ারের ১১ ও ১৩ ইঞ্চির সংস্করণের ঘোষণা দেন। এরপর আসেন আইপ্যাডের ডিজাইন ডিরেক্টর মেলোডি কুনা।

তিনি জানান, আইপ্যাড প্রোর অর্ধেক ব্যবহারকারীরা বড় পর্দা পছন্দ করেন। এ জন্য বড় পর্দার দুটি সংস্করণ আনা হয়েছে।

বড় পর্দা যুক্ত হওয়ার ফলে আগের থেকে অনলাইন সভা, গ্রাফিকসের কাজ ও ফেসটাইমে কথা বলা আরও সাবলীল হবে। ভিডিও ল্যান্ডস্কেপে থাকলে পাওয়া যাবে স্টেরিও অডিও।

১৩ ইঞ্চির সংস্করণে বেস হবে দ্বিগুণ। আইপ্যাড এয়ারে থাকবে এম-২ চিপ, যা এম-১ চিপের তুলনায় ৫০ শতাংশ বেশি দ্রুতগতির। এই চিপ ব্যবহারের ফলে ভারী কাজও করা যাবে, থাকবে ম্যাজিক কি–বোর্ড।

পাওয়া যাবে চারটি রঙে। দুটি সংস্করণেরই তথ্য ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ১১ ইঞ্চি সংস্করণের দাম ৫৯৯ মার্কিন ডলার। আর ১৩ ইঞ্চি সংস্করণের দাম হবে ৭৯৯ ডলার। 


আইপ্যাড প্রো

এরপর ঘোষণা আসে আইপ্যাড প্রোর। আইপ্যাড প্রোর ১১ ও ১৩ ইঞ্চি—দুটি সংস্করণের ঘোষণা দেওয়া হয়। ১১ ইঞ্চির সংস্করণটি হবে ৫ দশমিক ৩ মিলিমিটার পুরু ও ১৩ ইঞ্চির সংস্করণটি হবে ৫ দশমিক ১ মিলিমিটার পুরু।

পাওয়া যাবে রুপালি ও কালো (স্পেস ব্ল্যাক) রঙে। এতে রয়েছে ট্যানডেম ওএলইডি নামের নতুন ওএলইডি পর্দা। এতে দুটি ওএলইডি ডিসপ্লে থাকবে। ফলে বেশি উজ্জ্বলতা পাওয়া যাবে।









০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।