ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম ও গুগল মিটের মতো অনলাইনে সভা করার সুযোগ দিতে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে খুদে ব্লগ লেখার সাইট এক্স।
‘এক্স কনফারেন্সেস’ নামের এ ফিচার চালু হলে এক্সে অডিও-ভিডিও কল করার পাশাপাশি একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে অনলাইনে সভা করা যাবে।
এক্সে ‘জবস’ ও ‘ক্রিয়েট ইউর স্পেসেস’–এর নিচেই ‘কনফারেন্সেস’ নামের একটি অপশন রয়েছে। কনফারেন্সেস অপশনটির মাধ্যমে একসঙ্গে একাধিক ব্যবহারকারী কনফারেন্স কলে যোগ দিতে পারছেন।
তবে এক্সে বর্তমানে চালু থাকা স্পেসেস ও কনফারেন্স অপশনের মধ্যে পার্থক্য রয়েছে। স্পেসেস অপশনে ট্যাপ করার পর যেসব ব্রডকাস্ট চ্যানেল চালু রয়েছে, সেগুলোর তালিকা দেখা যায় ও পছন্দের ব্রডকাস্টে ট্যাপ করে যুক্ত হওয়া যায়।
তবে অন্যদের চালু করা কনফারেন্সেস অপশনে চাইলেই সবাই যুক্ত হতে পারেন না। গুগল মিট বা জুমের মতো নির্দিষ্ট লিংকের মাধ্যমে কনফারেন্সেস অপশনটি ব্যবহার করতে হয়।
ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর বিভিন্ন অ্যাপের জনপ্রিয় ফিচারগুলো এক্সে যুক্ত করছেন। এরই ধারাবাহিকতায় এক্সে অডিও-ভিডিও কল করার পাশাপাশি লাইভ ভিডিও ফিচার চালু করা হয়েছে।
এমনকি স্ট্রিমিং করার জন্য টেলিভিশন অ্যাপের পাশাপাশি ‘এক্স জব সার্চ’ নামে চাকরি খোঁজার টুলও চালু করেছে খুদে খুদে ব্লগ লেখার সাইট এক্স।
অনলাইনে সভা করার সুযোগ দিতে নতুন ফিচার যুক্ত করছে এক্স
অনলাইনে সভা করার সুযোগ দিতে নতুন ফিচার যুক্ত করছে এক্স
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য