https://powerinai.com/

নিষেধাজ্ঞা ঠেকাতে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে টিকটকের মামলা

নিষেধাজ্ঞা ঠেকাতে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে টিকটকের মামলা নিষেধাজ্ঞা ঠেকাতে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে টিকটকের মামলা
 

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে মামলা করেছে। মূলত যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন অ্যাপটি বন্ধে পাস হওয়া আইনের চ্যালেঞ্জ করেই এই মামলা করেছে।  

গত মঙ্গলবার টিকটক এই মামলা করে। মামলায় দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার ফলে ১৭ কোটি ব্যবহারকারীর বাক স্বাধীনতা গুরুতরভাবে খর্ব হবে। 

এই মামলার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাক স্বাধীনতার ইস্যুটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে হবে। জনপ্রিয় এই মাধ্যমটিকে নিষিদ্ধ করা হলে সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘিত হবে বলে মামলায় ‘টিকটক’ উল্লেখ করেছে। 

মার্কিন প্রশাসনের শঙ্কা, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের গোপন তথ্য চীনাদের কাছে চলে যাচ্ছে। এজন্য গত ২৩ এপ্রিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত বিলটি পাস হয়।

পরদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ এপ্রিল ওই বিলে স্বাক্ষর করেন। যার ফলে এটি আইনে পরিণত হয়। এই আইন অনুযায়ী, আগামী ৯ মাসের মধ্যে চীনা কোম্পানি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি করে দেবে, তা না হলে, যুক্তরাষ্ট্রে টিকটক আ্যাপ ব্লক করে দেয়া হবে।

যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও অতিরিক্ত তিন মাস সময় নেবে। সেক্ষেত্রে টিকটক ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত সময় পাচ্ছে।


তবে জো বাইডেন আইনটিতে সই করার একদিনের মাথায় বাইটড্যান্স জানিয়ে দেয়, তারা টিকটক বিক্রি করবে না। প্রয়োজনে বাইটড্যান্স আইনি লড়াই চালিয়ে যাবে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।