https://powerinai.com/

নতুন এআই ফিচার নিয়ে বাজারে আসছে গুগলের স্মার্টফোন পিক্সেল ৮

নতুন এআই ফিচার নিয়ে বাজারে আসছে গুগলের স্মার্টফোন পিক্সেল ৮ নতুন এআই ফিচার নিয়ে বাজারে আসছে গুগলের স্মার্টফোন পিক্সেল ৮
 

পিক্সেলের নতুন মডেল পিক্সেল ৮এ শিগগিরই বাজারে আসছে। স্মার্টফোনটিতে থাকছে গুগলের এআই প্রযুক্তিনির্ভর নানা ফিচার।

ব্যবহারকারীরা সাধারণত গুগলের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেটেড ভার্সন বা সুবিধা পেয়ে থাকেন। এআই প্রযুক্তির ক্যামেরার কারণে গুগল পিক্সেল ফ্ল্যাগশিপ স্মার্টফোন জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। 

সম্প্রতি গুগল ঘোষণা দেয় কোম্পানিটি শিগগিরই বাজারে নতুন পিক্সেল ৮-এর ছোট সংস্করণ অর্থাৎ পিক্সেল ৮এ আনতে যাচ্ছে। এর পরই ব্যবহারকারীদের মাঝে ফোনটি নিয়ে আগ্রহ ও প্রশ্ন দেখা যায়। 

পিক্সেল ৮-এ ৬.১ ইঞ্চি ফুল এইচডি রেজোলিউশনে রয়েছে ওলেড ডিসপ্লের ফিচার। স্মার্টফোনটিতে রয়েছে ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ২ হাজার নিটস পিক ব্রাইটনেস। 

নতুন পিক্সেল ৮ সিরিজে রয়েছে পিক্সেল ৮এ তে গরিলা গ্লাস-৩ সুরক্ষা ব্যবস্থা। গুগলের নিজস্ব প্রসেসর টেনসর জি-৩ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটিতে ৮ জিবি র‌্যামসহ ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজের দুই ভার্সনের ফোন পাওয়া যাবে। ডুয়াল রিয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে স্মার্টফোনটিতে থাকছে ওআইএসসহ ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স।

উভয় ক্যামেরা থেকে ফোরকে রেজুলিউশনের ভিডিও ধারণ করা যাবে। স্মার্টফোনটিতে ম্যাজিক এডিটর ও আল্ট্রা এইচডিআর ইত্যাদির মতো এআইভিত্তিক ক্যামেরা প্রযুক্তি দেয়া হয়েছে। 

এরই মধ্যে উত্তর আমেরিকা, ভারত এবং অন্যান্য কয়েকটি দেশে নতুন মডেলের ফোনটির প্রি-অর্ডার শুরু করেছে। কোম্পানি সংশ্লিষ্টরা জানিয়েছে চারটি কালারে স্মার্টফোনটি শিগগিরই বাজারে আসবে। ১২৮ জিবি মডেলটির দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার এবং ২৫৬ জিবি ভেরিয়েন্টটির দাম ধরা হয়েছে ৫৫৯ ডলার।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।