মাইক্রোসফট নতুন এআই ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি নিজেদের তৈরি নতুন ল্যাঙ্গুয়েজ মডেলকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।
মাইক্রোসফটের দুজন কর্মী জানিয়েছেন, নতুন এআই ল্যাঙ্গুয়েজ মডেলকে অভ্যন্তরীণভাবে ‘এমএআই ১’ নামে অভিহিত করা হচ্ছে।
আর এর দায়িত্বে রয়েছেন ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা এবং এআই স্টার্টআপ ইনফ্লেকশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তফা সুলেমান।
তিনি গত মার্চ মাসে মাইক্রোসফটের কনজ্যুমার এআই বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন। তবে মাইক্রোসফট নতুন এআই মডেলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
গত মাসে মাইক্রোসফট ফিথ্রি মিনি নামের একটি এআই মডেল উন্মুক্ত করে। তবে ধারণা করা হচ্ছে এমএআই১ নামের মডেলটি আগের মডেলের তুলনায় বেশ বড় হবে। ফলে গুগল এবং ওপেনএআইয়ের তৈরি এআই ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে সহজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
মাইক্রোসফট তৈরি করছে নতুন এআই ল্যাঙ্গুয়েজ মডেল
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য