https://powerinai.com/

বিমানে স্মার্টফোনে ফ্লাইট মোড চালু না করলে কি ঘটবে

বিমানে স্মার্টফোনে ফ্লাইট মোড চালু না করলে কি ঘটবে বিমানে স্মার্টফোনে ফ্লাইট মোড চালু না করলে কি ঘটবে
 

বেশ কিছু নিয়মকানুন রয়েছে বিমানে যাতায়াত করার জন্য। তার মধ্যে অন্যতম হল বিমানে উঠে নির্দিষ্ট আসনে বসে, সিটবেল্ট শক্ত করে বেঁধে নিয়ে ফোনের ‘ফ্লাইট মোড’ চালু করে দেওয়া।

প্রায়শই যারা বিমান সফর করেন, তারা বিষয়টিতে অভ্যস্ত। তবে নতুনদেরও ভুল হওয়ার উপায় নেই। 
বিমানসেবিকারা ফোনে ‘ফ্লাইট মোড’ চালু করার কথা ঘোষণা করেন।

‘ফ্লাই়়ট মোড’ চালু হওয়ার পর কাউকে ফোন কিংবা মেসেজ করার রাস্তা বন্ধ হয়ে যায়। এমনকি ইন্টারনেটও কাজ করে না। বিমানে উঠে নিয়মমাফিক এ সব তো করেন, কিন্তু কী জন্য করেন, তা অনেকেই জানেন না। 

কী ধরনের বিপদ ঘটতে পারে  ‘ফ্লাইট মোড’ চাল না করলে। বিমান সফরের সময়ে মোবাইল চালু করে রাখলে বিমানের নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে।

মোবাইলে ‘ফ্লাইট মো়ড’ চালু না থাকলে বিমানচালকের সমস্যা হতে পারে। প্লেন চালানোর সময়ে পাইলট সর্বদা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন। 

এই পরিস্থিতিতে ফ্লাইট মোড চালু রাখলে পাইলটদের সুবিধা হবে। মোবাইল ফোনের সঙ্কেত বিমানের যোগাযোগ ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে।

যে কারণে বিমান ভুল পথে যাওয়ার বা কোনও দুর্ঘটনার কব‌লে পড়ার ঘটনা ঘটতে পারে। মোবাইল চালু থাকলে, তার থেকে নির্গত তরঙ্গ অন্যান্য স্থানের সঙ্গে সংযোগ করতে শুরু করে।

এই পরিস্থিতিতে বিমানের রেডিও স্টেশনের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তাই বিমানে উঠেই ‘ফ্লাইট মোড’ চালু করে দেওয়া জরুরি।


ফোনে সারাক্ষণই নানা নোটিফিকেশন আসতে থাকে। ‘ফ্লাইট মো়ডে’ রাখলে সেসব আর আসতে পারে না। ‘ফ্লা়ইট মোডে’ রাখার বেশ কিছু ফিচারের মধ্যে একটি হল চার্জ হতে বেশি সময় না নেওয়া।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।