শিগগিরই রেনো ১২ সিরিজ উন্মোচন করবে অপো। ইতিমধ্যেই এই সিরিজের অন্তর্ভুক্ত অপো রেনো ১২ এবং অপো রোনো ১২ প্রো সম্পর্কে নানান তথ্য ইন্টারনেটে ফাঁস হচ্ছে।
একটি বিশেষ সংস্করণের প্রসেসর ব্যবহার করা হবে অপো রেনো ১২ প্রোতে মিডিয়াটেক ব্র্যান্ডের। এতে নেটওয়ার্ক-ফ্রি “ব্লুটুথ কলিং ফাংশন” মিলবে বলেও দাবি করা হয়েছে।
ফিচারটি শর্ট-রেঞ্জের যোগাযোগকে সহজতর করবে। তবে, এই ফিচারটি সম্পর্কে আরও জানতে একটি অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, অপো রেনো ১২ প্রো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ “স্টার স্পিড এডিশন” চিপসেটে চলবে।
আর নামের অতিরিক্ত অংশটি স্ট্যান্ডার্ড ডাইমেনসিটি ৯২০০ প্লাসের তুলনায় আরও দ্রুত ক্লক স্পিডের দিকে নির্দেশ করছে। ফোনটির মেমরি কনফিগারেশন সামনে এসেছে। এতে রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।
অপো রেনো ১২ প্রো হ্যান্ডসেটের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে বলে জানা গেছে, যা ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ টেলিফটো সেন্সর দ্বারা গঠিত।
আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন৫ সেন্সর অবস্থান করবে বলে জানা গেছে। অপো রেনো ১২ প্রো ফোনে ৮০ ওয়াট চার্জিংসহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে।
এতে প্লাস্টিকের সাইড ফ্রেম, একটি এক্স-অ্যাক্সিস হ্যাপটিক মোটর এবং একটি অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
ফোন কল করা যাবে ব্লুটুথ ব্যবহার করে: অপো রেনো ১২
ফোন কল করা যাবে ব্লুটুথ ব্যবহার করে: অপো রেনো ১২
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য