ভয়েস চ্যাট করার জন্য নতুন ফিচার জেমিনি লাইভ ব্যবহারকারীকে উন্নত অভিজ্ঞতা দেবে। জেমিনি লাইভের সঙ্গে কথোপকথন হবে বাস্তব কথোপকথনের মতোই।
এ জন্য চ্যাটবটের কণ্ঠস্বরও হালনাগাদ করা হবে। এ ছাড়া কথোপকথন চলাকালে ব্যবহারকারীরা চাইলে জেমিনিকে থামিয়েও দিতে পারবেন।
অ্যান্ড্রয়েডে স্ক্যাম কল শনাক্তে নতুন ফিচার
গুগল জানিয়েছে অ্যান্ড্রয়েড ফোনে স্ক্যাম বা ভুয়া কল শনাক্তে জেমিনি ন্যানো এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হবে। এ বছরের শেষ নাগাদ এ ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি।
গুগল ক্রোমে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট
গুগল ডেস্কটপের ক্রোমে জেমিনি মডেল যোগ করার ঘোষণা দিয়েছে। এর ফলে গুগল ক্রোমের মাধ্যমে চালু করা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট, পণ্যের রিভিউ লেখাসহ বিভিন্ন কাজ সহজে করা যাবে।
০ টি মন্তব্য