সফটব্যাংক গ্রুপের ভর্তুকি প্রতিষ্ঠান আর্ম এআই চিপ আনার ঘোষণা দিয়েছে। নতুন প্রটোটাইপ সেমিকন্ডাক্টর তৈরিতে আলাদা যুক্তরাজ্যভিত্তিক চিপ ডিজাইনার কোম্পানিটি এআই কারখানা স্থাপন করবে।
নতুন এ কারখানা স্থাপনে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিসহ (টিএসএমসি) চুক্তিভিত্তিক এআই চিপ উৎপাদনকারীদের সঙ্গে সফটব্যাংকের আলোচনা চলছে।
২০২৫ সালের বসন্তে বড় পরিসরে চিপ উৎপাদন শুরু হবে। আর্ম সাধারণত মূল আর্কিটেকচারের ডিজাইন করে, যার ওপর ভিত্তি করে চিপ তৈরি করা হয়।
এর কোয়ালকম থেকে শুরু করে এনভিডিয়ার মতো কোম্পানির কাছে ওই ডিজাইনের লাইসেন্স বিক্রি করে। প্রতিবার বিক্রির মাধ্যমে কোম্পানি রয়্যালটি ফি নেয়। আর্মের দাবি, বর্তমানে বাজারে থাকা ৯৯ শতাংশ প্রিমিয়াম স্মার্টফোনে তাদের প্রযুক্তি ব্যবহার হচ্ছে।
আগামী বছর এআই চিপ আনবে আর্ম
আরও পড়ুন
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
০ টি মন্তব্য