https://powerinai.com/

নতুন সংস্করণ এনেছে বিজয় বায়ান্নো

নতুন সংস্করণ এনেছে বিজয় বায়ান্নো নতুন সংস্করণ এনেছে বিজয় বায়ান্নো
 

বিজয় বায়ান্নোর নতুন সংস্করণ এনেছে ‘আনন্দ কমপিউটার্স’। ‘বিজয় বায়ান্নো ২০২৪’ নামের সংস্করণটিতে একাত্তর এনকোডিং টাইপ করার ফিচারসহ হালনাগাদ ফন্ট ব্যবহার করা যাবে।

ফলে ব্যবহারকারীরা কনভার্টারের মাধ্যমে সহজেই ‘বিজয় ক্ল্যাসিক’, ‘বিজয় ইউনিকোড’ ও ‘বিজয় একাত্তর’ এনকোডিংয়ে টাইপ করতে পারবে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের জন্য তৈরি সফটওয়্যারটির দাম ধরা হয়েছে ২৫০ টাকা। সফটওয়্যারটি এই ঠিকানা থেকে ঘরে বসেই কেনা যাবে। 

বিজয় বাংলা সফটওয়্যারের নির্মাতা আনন্দ কমপিউটার্সের প্রধান মোস্তাফা জব্বার বলেন, গতকাল মঙ্গলবার বিজয় বায়ান্নো ২০২৪ সংস্করণ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

সফটওয়্যারটিতে আগের সংস্করণে থাকা বেশ কিছু ফন্টের সমস্যার সমাধান করা হয়েছে। সুতন্বী এমজে ২৫৬টি আসকি কোডের মাধ্যমে চালু করা হয়েছিল। আসকি কোড হালনাগাদ করার ফলে নতুন সংস্করণটিতে ছয় শতাধিক কোড ব্যবহার করা হয়েছে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।