ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংক গত ২৯ জানুয়ারি মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো নিজেদের তৈরি ব্রেন চিপ যুক্ত করে সবাইকে চমকে দেয়।
সে সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল চিপটির মাধ্যমে মনে মনে ভেবেই দূর থেকে স্বাচ্ছন্দ্যে কম্পিউটারের মাউস নিয়ন্ত্রণ করা যাচ্ছে।
কিন্তু নিউরালিংক স্বীকার করেছে বর্তমানে চিপটির কার্যকারিতা কিছুটা কমে যাওয়ায় সংকেত আদান-প্রদানে সমস্যা হচ্ছে বলে।
নিউরালিংক জানিয়েছে, শুরুতে চিপটিতে আশাব্যঞ্জক নিউরো স্পাইক শনাক্ত করা গেলেও ১০০ দিনের ক্লিনিক্যাল ট্রায়ালের পর বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। চিপ থেকে আসা তথ্য বা ডেটার প্রবাহ কিছুটা কমছে।
২৯ বছর বয়সী নোল্যান্ড আরবারের মাথায় এই চিপ বসানো হয়। ডাইভিং দুর্ঘটনার পর তাঁর কাঁধের নিচের অংশ পক্ষাঘাতে নিস্তেজ হয়ে যায়।
তিনি চিপ বসানোর পর এ বছরের মার্চ মাসে মনে মনে ভেবে মাউসের কার্সরের অবস্থান পরিবর্তন করে ল্যাপটপে দাবা খেলতে সক্ষম হন।
নিউরালিংকের বিজ্ঞানীরা নোল্যান্ডের মাথায় চিপ বসানোর পরে সবকিছু পরিকল্পনামতো করতে পারেননি। কারণ, অস্ত্রোপচারের পর নোল্যান্ডের মাথা থেকে চিপটির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি তারের সংযোগ ধীরে ধীরে খুলে নেওয়া হয়।
ফলে বিজ্ঞানীরা চিপের সংকেত আদান-প্রদানের গতি কমে যায়। সমস্যা সমাধানের জন্য চিপটির অ্যালগরিদম সংশোধন করেন। কিন্তু এতেও কাজ না হওয়ায় চিপটির সংকেত আদান-প্রদানের প্রযুক্তি উন্নত করতে কাজ করা হচ্ছে।
মানুষের মস্তিষ্কে বসানো নিউরালিংকের চিপ কেন কাজ করছে না
মানুষের মস্তিষ্কে বসানো নিউরালিংকের চিপ কেন কাজ করছে না
কমপিউটার জগৎ রিপোর্ট৪৯১৫ টি প্রবন্ধ
মতামত দিন আপনার ইমেল প্রকাশিত হবে না।
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।
রিভিউ ( ০ / ৫ )
আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন।
যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।








০ টি মন্তব্য