https://powerinai.com/

গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিয়ে আসছে নতুন ফিচার

গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিয়ে আসছে নতুন ফিচার গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিয়ে আসছে নতুন ফিচার
 

গুগলের ‘প্রজেক্ট গেমফেস অ্যাকসেসিবিলিটি’ ফিচার শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যোগ হবে বলে ঘোষণা দিয়েছে গুগল।

এ ফিচারের ফলে মাথার নড়াচড়া ও মুখের অভিব্যক্তি দিয়ে মাউসের কারসর নিয়ন্ত্রণ করা যাবে। এখন এ ফিচার ওপেন সোর্স অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জন্য উন্মুক্ত রয়েছে। 

ডেভেলপাররা তাঁদের অ্যাপে এখন এই অ্যাকসেসিবিলিটি ফিচার যোগ করতে পারবে। যার ফলে সেই অ্যাপে মুখের অভিব্যক্তি ও মাথার নড়াচড়া দিয়ে কারসর নিয়ন্ত্রণ করা যাবে।

যেমন মুখ খুলে কারসর সরানো যাবে এবং ভ্রু নাড়িয়ে ক্লিক করা যাবে বা কোনো কিছু টেনে বসানো যাবে। গুগল ডেভলপার সম্মেলনে গত বছর অনুষ্ঠিত প্রজেক্ট গেমফেসের ঘোষণা দেওয়া হয়।

এটি যন্ত্রের ক্যামেরা ব্যবহার করে এবং মুখের অভিব্যক্তি ডেটাবেজের মাধ্যমে কারসর নিয়ন্ত্রণে সহায়তা করে। মিডিয়াপাইপের ফেস ল্যান্ডমার্ক এপিআইয়ের মাধ্যমে মুখের অভিব্যক্তির ডেটা সংগ্রহ করা হয়। 

যন্ত্রের ক্যামেরার সাহায্যে এটি অনায়াসে মুখের অভিব্যক্তি ও মাথার নড়াচড়া শনাক্ত করতে পারে। ডেভলপাররা এখন তাঁদের অ্যাপ্লিকেশনে এটি যোগ করতে পারবেন।

তাঁদের অ্যাপ ব্যবহারকারীরা মুখের অভিব্যক্তি, অঙ্গভঙ্গির আকার, কারসরের গতি ও আরও অনেক কিছু নিজের মতো করে পরিবর্তন করতে পারবে।  

গেমফেস প্রাথমিকভাবে গেমারদের জন্য চালু করা হলেও এখন এটি ইনক্লুজ্জা নামের ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারত্বে কাজ করছে। 








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।